নিয়োগ দেবে প্রাইম ইউনিভার্সিটি

প্রাইম ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট বা হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট লেকচারার পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
যোগ্যতা
প্রার্থীর অবশ্যই প্রথম শ্রেণি সহ মাস্টার ডিগ্রি সম্পন্ন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এমফিল বা পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল
ঢাকা
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন বিডিজবস ডটকমের মাধ্যমে করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ১o জুন, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস ডটকম