নিয়োগ দেবে ওয়েভ ফাউন্ডেশন
বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ইউনিট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। সংস্থার ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা সমূহে ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ইউনিট ম্যানেজার পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
ইউনিট ম্যানেজার
পদসংখ্যা
১০
অভিজ্ঞতা
প্রার্থীর সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতা
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
কর্মস্থল
ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ
বেতন ভাতা
বেতন ২৪,০০০/- টাকা, ৩০০০/-মোটর সাইকেল ভাতা, ৫০০/-যোগাযোগ ভাতা (মোবাইল বিল) এবং প্রতি কর্ম দিবস ৫০/- হারে টিফিন ভাতা প্রদান করা হবে। চাকরীর ৬ মাস পর কাজের ফলাফল মূল্যায়ন করে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। চাকুরী স্থায়ীকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ ইত্যাদি) প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ থাকতে হবে। উল্লেখ্য যে, প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ও টিএ/ডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সনদপত্রসমূহের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স -এর ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি (সবকিছু সত্যায়িত) ও যোগাযোগ নম্বরসহ উপ-পরিচালক, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ৩/১১, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের সময়
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১২ জুন, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস