অষ্টম শ্রেণি পাসেই নিয়োগ দেবে কারিতাস বাংলাদেশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ । প্রতিষ্ঠানটিতে সহায়ক কর্মী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
সহায়ক কর্মী
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
নূন্যতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। প্রার্থীর তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শী হতে হবে। মাঠ পর্যায়ের অফিসে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষায় যোগাযোগ দক্ষতা থাকা অত্যাবশ্যকীয়। অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
উখিয়া উপজেলা, কক্সবাজার।
বেতন
মাসিক সর্বসাকুল্যে ১২,০০০/- টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং পূর্ববর্তী বা বর্তমান কর্মরত দুজন চাকরিজীবীর নাম উল্লেখপূর্বক নিম্নের ঠিকানায় আবেদন করতে হবে।
ঠিকানা : রিজিওনাল ডিরেক্টর, কারিতাস চট্টগ্রাম রিজিওন, ১/এ, বায়েজিদ বোস্তামি রোড (মিমি সুপার মার্কেটের পিছনে), পূর্ব নাসিরাবাদ, পাঁচলাইশ, চট্টগ্রাম।
আবেদনের সময়সীমা
পদটিতে আগামী ২৪ জুন, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস