৪৩ পদে নিয়োগ দিচ্ছে রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড ৪৩টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। পদ্গুলোর মধ্যে কম্পিউটার অপারেটর পদে পাঁচ জন, পরিসংখ্যান অনুসন্ধায়ক পদে তিন জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে চার জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে সাতজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচ জন, ডাটা এন্ট্রি অপারেটর পদে ১৩ জন, ড্রাইভার পদে তিন জন ও নৈশপ্রহরী পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩০ নভেম্বর-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা হবে ৩২ বছর।
বিস্তারিত তথ্য ও নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd এই ঠিকানায়। পদগুলোতে ডাকযোগে আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর- ২০১৫ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক সমকাল পত্রিকায় ৭ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৩) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।