শিক্ষা মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ

শিক্ষা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।
কম্পিউটার অপারেটর
কম্পিউটার অপারেটরের একটি পদের জন্য স্নাতক পাস এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পদটির জন্য বেতন দেওয়া হবে ১২ হাজার ৯৫ টাকা।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
মোট আটটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা। পাশাপাশি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষ হতে হবে প্রার্থীদের। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৯৫ টাকা।
অফিস সহায়ক
অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে দুজনকে। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিতদের বেতন দেওয়া হবে সাত হাজার ৭৪০ টাকা।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৮ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৭ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৪) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।