একমি গ্রুপে চাকরির সুযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/09/photo-1452322478.jpg)
এক্সিকিউটিভ (মাইক্রোবায়োলজিস্ট) পদে জনবল নিয়োগ দেবে একমি গ্রুপের প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি বা বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর।
কর্মস্থল ও বেতন
নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে একমির ধামরাই কারখানায়। প্রার্থীদের সঙ্গে আলোচনাসাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত ও দুই কপি পাসপোর্ট আকৃতির ছবিসহ আবেদন করতে পারবেন ‘হেড অব এইচআর, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, কোর্ট ডি লা একমি, ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭’ ঠিকানায় অথবা অনলাইনে আবেদনপত্র পাঠানো যাবে career@acmegloba.com ইমেইল ঠিকানায়। পদটিতে আবেদন করা যাবে আগামী ১৩-জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে একমি গ্রুপ কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
সূত্র : বিডিজবস ডটকম