স্কয়ার ফার্মাসিউটিক্যালে জুনিয়র অফিসার নিয়োগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/10/photo-1452414587.jpg)
স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভূমি জরিপ-সংক্রান্ত কাজের জন্য সার্ভেয়ার বা জুনিয়র অফিসার (ল্যান্ড) নিয়োগ দেবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা ও অভিজ্ঞতা
ছয় মাস থেকে এক বছরের ভূমি জরিপ প্রশিক্ষণসহ ন্যূনতম এইচএসসি পাস এবং সর্দার আমিন হিসেবে দুই বছরের অভিজ্ঞতা বা বদর আমিন হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। এ ছাড়া সার্ভে ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সনদপ্রাপ্ত এবং সার্ভে কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের নির্ধারিত বয়সসীমা ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র, মোবাইল নম্বরসহ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ খামের ওপর পদের নাম উল্লেখ করে ‘জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বা/এ, ঢাকা-১২১২’ ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৩ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
সূত্র : বিডিজবস ডটকম