মোবাইল ফোনেও মিলছে বিসিএসের ফল

৩৫তম বিসিএস ২০১৪-এর লিখিত পরীক্ষার ফলাফল মোবাইল ফোন থেকেও জানা যাচ্ছে। এ জন্য মোবাইল ফোন অপারেটর টেলিটকের সিম থেকে এসএমএস করতে হবে।
আজ বুধবার বিকেলে এ ফল প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।
বিপিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, PSC<Space>35<Space> Registration Number লিখে 16222 পাঠাতে হবে। ফিরতি এসএমএসে Passed for General Cadres/General and Technical-Professional Cadres/Technical Cadres অথবা Failed অথবা Withheld হিসেবে ফলাফল পাওয়া যাবে।
উদাহরণ : PSC 35 123456 Send to 16222 I
এ ছাড়া বিপিএসসির ওয়েবসাইটেও (http://www.bpsc.gov.bd) ফলাফল পাওয়া যাচ্ছে।