কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে বিভিন্ন পদে চাকরির সুযোগ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয়টি পদে ২০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
পদগুলোর মধ্যে উপব্যবস্থাপক (প্রশাসন) পদে সাতজন, উপব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে সাতজন, প্রোগ্রামার (ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন) পদে একজন, প্রোগ্রামার (নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন) পদে একজন, সহকারী প্রোগ্রামার (ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন) পদে দুজন, সহকারী প্রোগ্রামার (নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন) পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন ‘মহাব্যবস্থাপক (প্রশাসন),কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ১৩৭/এ, সিডিএ অ্যাভিনিউ, ষোলশহর, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদন করা যাবে ২৯ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় ৩ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন: