বিভিন্ন জেলায় অফিসার নিয়োগ দেবে ‘আশা’
ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা জুনিয়র লোন অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশব্যাপী বিভিন্ন জেলায় এ পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। প্রার্থীদের বয়স ৩১ জানুয়ারি-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
কর্মস্থল ও বেতন
নির্বাচিত প্রার্থীদের বিজ্ঞাপনে উল্লেখিত জেলাগুলোতে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা এক বছর শিক্ষানবিশকাল চলাকালীন বেতন পাবেন ১২ হাজার ৬০০ টাকা। পরবর্তীকালে বেতন কাঠামোভুক্ত হলে ১৪ হাজার ৯৭১ টাকা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞাপনে উল্লেখিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ‘প্রেসিডেন্ট আশা’ বরাবর পাঠানো যাবে ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাকে ৭ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে (পৃষ্ঠা-৭) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন: