বাংলালিংক ও রবিতে আকর্ষণীয় চাকরি
আকর্ষণীয় বেতন ও কর্মপরিবেশের কারণে অনেকেরই চাকরি তালিকার পছন্দের শীর্ষে থাকে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। তাদের জন্য বাংলালিংক ও রবিতে রয়েছে দুই ধরনের পদে চাকরির সুযোগ। স্মার্ট ক্যারিয়ার গড়তে আবেদন করতে পারবেন এ পদগুলোতে।
বাংলালিংক
অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ম্যানেজার পিআর অ্যান্ড কমিউনিকেশন ভিজুয়ালাইজার পদে ঢাকায় নিয়োগ দেবে বাংলালিংক। বিবিএ পাস এবং গ্রাফিক ডিজাইনিং কাজে ট্রেইনিং ও ডিপ্লোমাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনকারীদের দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা বাংলালিংকের ওয়েবসাইটের (http://banglalink.bdjobs.com/JobApply.asp) মাধ্যমে আবেদন করতে পারবেন ১৭ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বাংলালিংক কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
রবি
জেনারেল ম্যানেজার-অল্টারনেট চ্যানেল, মার্কেট অপারেশনস পদে নিয়োগ দেবে রবি। যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় থেকে স্নাতক পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীদের ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করা যাবে লিংকডইন ডটকমের (https://www.linkedin.com/jobs2/view/102345705?trk=jobs_home_saved_jobs) মাধ্যমে।
সূত্র : লিংকডইন ডটকম