চাকরিতে নতুন? তাহলে ব্র্যাকের এ বাছাই চাকরিগুলো আপনার
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরিরত প্রার্থীদের পাশাপাশি, চাকরির বাজারে নতুনরাও আবেদন করতে পারবেন এ পদগুলোতে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
কমিউনিকেশন অ্যানালিস্ট
প্রথম শ্রেণি বা সমমানের ফল নিয়ে ইংরেজিতে স্নাতক অথবা বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানী ঢাকা। আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও কভার লেটারসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। এ ছাড়া আবেদন করা যাবে ব্র্যাকের ওয়েবসাইট ও hr.enterprises@brac.net ইমেইল ঠিকানার মাধ্যমে। আবেদনপত্র গ্রহণ করা হবে ২৪ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।
বিজনেস অ্যানালিস্ট
যেকোনো বিষয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে এগিয়ে থাকবেন। রাজধানী ঢাকার এ পদটিতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৩৫ বছর বয়সের প্রার্থীরা। আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও কভার লেটারসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। এ ছাড়া আবেদন করা যাবে ব্র্যাকের ওয়েবসাইট ও hr.enterprises@brac.net ইমেইল ঠিকানার মাধ্যমে। আবেদনপত্র গ্রহণ করা হবে ২৪ মার্চ, ২০১৬ তারিখ পর্যন্ত।
অফিসার, সেফটি অ্যান্ড ট্র্যাকিং, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট
ন্যূনতম দ্বিতীয় শ্রেণির ফল নিয়ে এমবিএ বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ভিটিএস, জিপিএস ও জিপিআরএসের ওপর অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানী ঢাকা। ব্র্যাকের ওয়েবসাইটের মাধ্যমে পদটিতে আবেদন করা যাবে ২৫ মার্চ, ২০১৬ তারিখ পর্যন্ত।
অফিসার, এইচআর
স্নাতক পাস হলেই আবেদন করা যাবে। তবে শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৫০-এর নিচে থাকলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন। পদটিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হবে। তাই আবেদনকারীদের থাকতে হবে নিজ শহর থেকে দূরে কাজ করার মানসিকতা। ব্র্যাকের ওয়েবসাইটের মাধ্যমে পদটিতে আবেদন করা যাবে ২৫ মার্চ, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম