ট্রেইনি অফিসারের বিভিন্ন পদে অনভিজ্ঞদের নিয়োগ দেবে প্রাণ
বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি—অপারেশনস’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০টি শূন্য পদে নিয়োগ পাবেন সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীরা। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
মার্কেটিং, ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল বিজনেসে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই প্রার্থীদের সিজিপিএ ২.৭৫ (৪-এর মধ্যে) অথবা ৩.৭৫ (৫-এর মধ্যে) পেতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য প্রয়োজন হবে না কোনো কর্মঅভিজ্ঞতার।
অন্যান্য যোগ্যতা
পদটিতে আবেদন করতে পারবেন ২৩ থেকে ৩২ বছর বয়সের পুরুষ প্রার্থীরা। আবেদনের জন্য প্রার্থীদের মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে।
বেতন
পদটিতে নিয়োগপ্রাপ্তদের ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদন করা যাবে ১৮ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম