অনভিজ্ঞদের নেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ৩০ হাজার টাকা
অনভিজ্ঞ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ নিয়ে এলো আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড। টেরিটোরি সেলস অফিসার পদে বেশ কিছু জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
যেকোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। তবে শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না। সম্পূর্ণ নতুন প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
২২ এপ্রিল-২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩২ বছর হতে হবে। উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি, সুঠাম স্বাস্থ্যের অধিকারী ও মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে প্রার্থীদের।
বেতন
নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা। এ ছাড়া থাকবে ভাতাসহ অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদন করা যাবে ২২ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত। আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট আকৃতির ছবি, সব শিক্ষাসনদের সত্যায়িত কপি ও জাতীয় পরিচয়পত্রের কপি।
বিস্তারিত জানতে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
সূত্র : বিডিজবস ডটকম