নতুনদের জন্য আশায় ৩৬ হাজার টাকার চাকরি
ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
শিক্ষাগত যোগ্যতা
স্বনামধন্য প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বা ম্যানেজমেন্ট থেকে বিবিএ অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া অর্থনীতিতে স্নাতকসহ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনের সব ক্ষেত্রে প্রথম শ্রেণি, জিপিএ ৩.৫০ (৫.০০ এর মধ্যে) অথবা ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। পূর্বে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
বেতন
এক বছর প্রবেশনকাল শেষে প্রার্থীদের বেতন দেওয়া হবে ৩৩ হাজার থেকে ৩৬ হাজার টাকা। পাশাপাশি থাকবে প্রভিডেন্ট ফান্ড, বোনাস ও ইনক্রিমেন্ট সুবিধা।
কর্মস্থল
প্রবেশনকালে প্রার্থীদের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। তবে প্রবেশনকাল শেষে প্রার্থীরা স্থায়ীভাবে ঢাকা কেন্দ্রীয় অফিসে নিয়োগ পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি ছবি এবং সংশ্লিষ্ট কাগজসহ আবেদন করতে পারবেন ‘প্রেসিডেন্ট, আশা, ২৩/৩ বীর উত্তম এএনএম নুরুজ্জামান সড়ক, শ্যামলী, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭’ ঠিকানায়। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১২ জুলাই-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২১ জুন, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :