ব্র্যাকে চাকরির সুযোগ
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্যারামেডিক, এইচএনপিপি এবং ওয়াশ (নারী) পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
প্যারামেডিক থেকে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.০০ থাকতে তবে। এ ছাড়া ডেলিভারি কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
কর্মস্থল ও বেতন
নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে খালিয়াজুরি ও দিরাই উপজেলায়। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার টাকা। এ ছাড়া থাকবে বিভিন্ন সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক-আইডিপি, ব্র্যাক সেন্টার (১১ তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ১৫ জুলাই-২০১৬ তারিখের মধ্যে।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১ জুলাই-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।