উপস্থাপক পদে নতুন মুখ খুঁজছে মাছরাঙা টেলিভিশন

উপস্থাপক পদে নতুনদের চাকরি দেবে মাছরাঙা টেলিভিশন। অনলাইনে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তিভিত্তিতে প্রোগ্রাম প্রেজেন্টার পদে সম্পূর্ণ অনভিজ্ঞদের নিয়োগ দেবে টিভি চ্যানেলটি। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো পূর্ব-অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তবে আগে কোনো টিভি চ্যানেলে প্রোগ্রাম প্রেজেন্টার পদে চাকরির অভিজ্ঞতা থাকলে নিয়োগে প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের ইলেকট্রনিক মিডিয়া যোগাযোগে দক্ষ এবং টেলিভিশন প্রোডাকশনে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সর্বোচ্চ ৩০ বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে তিন কপি ছবি সংযুক্ত করে পাঠাতে পারবেন career@maasranga.tv ঠিকানায়। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম