চাকরি চাই ডেস্ক
বিভিন্ন জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক

চাকরি দিচ্ছে ব্র্যাকের আওতায় পরিচালিত ব্র্যাক ডেইরি ফুড অ্যান্ড প্রজেক্ট। দুটি পদে দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
ব্রাঞ্চ ম্যানেজার
স্নাতক পাস এবং তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। প্রার্থীদের বয়স অনূর্ধ্ব-৩৮ বছর হতে হবে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো জেলায় হতে পারে।
ডিস্ট্রিবিউশন ইনচার্জ
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বাণিজ্য থেকে পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রার্থীদের কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পদটিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ৩১ আগস্ট-২০১৬ তারিখের মধ্যে।
বিস্তারিত জানতে প্রথম আলো পত্রিকায় ১২ আগস্ট-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :