জাগো নিউজে বিজ্ঞাপন বিভাগে চাকরি

অনলাইন পত্রিকা জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পত্রিকাটির বিজ্ঞাপন বিভাগে দুই ধরনের পদে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-সেলস
পদটিতে মার্কেটিংয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে তিন থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদপত্র বা অনলাইনে বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য বয়সসীমা ৩৫ বছর।
এক্সিকিউটিভ-সেলস
একজন নিয়োগ পাবেন। মার্কেটিংয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদপত্র বা অনলাইনে বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য বয়সসীমা ২৫ থেকে ৩০ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ই-মেইল করতে পারবেন jagonewshr@gmail.com ঠিকানায়। ই-মেইলের বিষয়ের স্থানে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ ৯ নভেম্বর, ২০১৬।
সূত্র : জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম