অভিজ্ঞতায় ছাড়াই অফিসার পদে রেডিয়েন্ট ফার্মায় নিয়োগ
নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জুয়োলজি বা বোটানি বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে ‘info.hr@radiant.com.bd’ ঠিকানায়। পাশাপাশি ডাকযোগেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট মাপের এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ হাতে লেখা আবেদনপত্র পাঠাতে হবে ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২২/১ ধানমণ্ডি, রোড-২, ঢাকা-১২০৫’ ঠিকানায়। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার সুযোগ থাকছে ০১ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম