বাণিজ্যমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

জানুয়ারি মাসে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রয়কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খণ্ডকালীন ও পূর্ণকালীন ভিত্তিতে দুইশত পঞ্চাশেরও অধিক পদে এই নিয়োগ দেওয়া হবে। নতুন স্নাতক পাস প্রার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও বাণিজ্যমেলায় কাজ করার সুযোগ থাকছে। দেখে নিন বিস্তারিত-
হাতিল
‘জুনিয়র সেলস অ্যাসোসিয়েট (ডিআইএফএফ)’ পদে ২০ জনকে নিয়োগ দেবে হাতিল। বিবিএ বা এমবিএ শিক্ষার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ থাকছে ২২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
আরএফএল গ্রুপ
‘ব্র্যান্ড প্রমোটার’ পদে খণ্ডকালীন ভিত্তিতে ১৫০ জনকে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ। স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি সুন্দর উচ্চারণে যোগাযোগে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আগামী ৩০ নভেম্বর, ২০১৬ তারিখের মধ্যে অনলাইনে পদটির জন্য আবেদন জানাতে পারবেন।
বেঙ্গল গ্রুপ
বিক্রয়কর্মী বা সেলস প্রমোটার পদে অস্থায়ী ভিত্তিতে ৫০ জনকে নিয়োগ দিচ্ছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের যোগাযোগে পারদর্শী হতে হবে। এ ছাড়া বর্ধিত সময়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর সুযোগ থাকছে ৯ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড
লাভা ইন্টারন্যশনাল ‘ট্রেড ফেয়ার ভলান্টিয়ার’ পদে খণ্ডকালীন ভিত্তিতে ১৫ জনকে নিয়োগ দেবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীর জীবনবৃত্তান্ত ইমেইল করা যাবে ‘applytolava@gmail.com’ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০১৬।
সূত্র : বিডিজবস ডটকম