ওয়েস্টিন হোটেলের বিভিন্ন পদে চাকরি

বাংলাদেশের অন্যতম পাঁচতারকা ওয়েস্টিন হোটেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘টিম লিডার/ অ্যাসিস্টেন্ট ম্যানেজার- রেস্টুরেন্ট’, ‘ক্যাটারিং সেলস ম্যানেজার’ ও ‘ট্রেইনিং অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
টিম লিডার/ অ্যাসিস্টেন্ট ম্যানেজার- রেস্টুরেন্ট
হসপিটালিটিতে ডিপ্লোমা বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে সমমানের সনদপত্র প্রাপ্ত হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ ও যে কোনো পরিস্থিতিতে দলীয় নেতৃত্বদানে পারদর্শী হতে হবে।
ক্যাটারিং সেলস ম্যানেজার
ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতকোত্তর পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কঠিন পরিস্থিতি সমাধানের সক্ষমতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে।
ট্রেইনিং অফিসার
স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা ও কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন ‘হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, দ্য ওয়েস্টিন ঢাকা, মেইন গুলশান এভিনিউ, প্লট-১, সিডব্লিউএন (বি), রোড-৪৫, প্লট-১, গুলশান-০২, ঢাকা’ ঠিকানায়। আবেদন করার সুযোগ পাবেন ৭ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম