একাধিক পদে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস
জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি) একাধিক পদে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ১১ ক্যাটাগরির পদে ২২ জনকে নিয়োগ দেবে।
গেল ২৩ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগসংক্রান্ত তথ্য
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ৯ থেকে ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bbal.teletalk.com.bd/) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।