৪৭০ জনকে নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

জনবল নিয়োগ দেবে গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি তাদের ও অধীনস্থ দপ্তরগুলোর রাজস্ব খাতভুক্ত ৪৭০ পদে জনবল নিয়োগ দেবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ২২৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল
৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)
২. হিসাব সহকারী
পদসংখ্যা : ২৪৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।
বেতন স্কেল
৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)
বয়সসীমা
১৮-৩২ বছর (১২ অক্টোবর ২০২৫ তারিখে)। এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্রের ওপর ভিত্তি করে বয়সের সীমারেখা নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
আবেদন ফি
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ প্রতি পদের জন্য ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মাধ্যমে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
আগামী ১২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা।