স্নাতক পাসে নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি সেলস অফিসার/সেলস অফিসার’ পদে ৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।বিভাগের নামরিটেইল লিয়াবিলিটি বিজনেসপদের নামট্রেইনি সেলস অফিসার/সেলস অফিসারপদসংখ্যা৩০ জন।যোগ্যতা স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অভিজ্ঞতাদুই বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে...