কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু, খালা নিখোঁজ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে মিম খাতুন (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন মিমের খালা চামেলি খাতুন (৩০)।
আজ সোমবার দুপুরে উপজেলার পাথরবাড়িয়া এলাকায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীদের চার ঘণ্টা চেষ্টার পর মিম খাতুনের লাশ উদ্ধার করা হয়।
নিহত মিম সদকী ইউনিয়নের মুলগ্রামের গাফফার মোল্লার নাতনি ও নিখোঁজ চামেলি খাতুন গাফফার মোল্লার মেয়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বখতিয়ার জানান, নানাবাড়ি বেড়াতে গিয়ে খালা চামেলি খাতুনসহ আরও কয়েকজনের সঙ্গে দুপুরে গড়াই নদীতে গোসলে নামে মিম। নদীর খনন করা অংশের গভীর পানিতে চামেলি ও মিম তলিয়ে যায়। অন্যরা তা দেখে চিৎকার করতে থাকলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
বখতিয়ার আরও জানান, চার ঘণ্টার চেষ্টায় মিমের মরদেহ উদ্ধার করা গেছে। নিখোঁজ চামেলির সন্ধানে খুলনা থেকে ডুবুরি দল যাচ্ছে সেখানে।