গাজীপুরে রেললাইনের পাশে বৃদ্ধর মরদেহ
গাজীপুর মহানগরের সালনা এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-রাজশাহী রেলপথের সালনা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঢাকা-রাজশাহী রেলপথের সালনা এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। পরে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে জয়দেবপুর ফাঁড়িতে নিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডির বিশেষ দল আলামত সংগ্রহ করেছে। নিহত ব্যক্তির পরনে শার্ট ও চেক লুঙ্গি ছিল।