১০০০ জনকে নিয়োগ দেবে টিএমএসএস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি এনজিও সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। সংস্থাটিতে ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ফিল্ড সুপারভাইজার ( এফএস), ঋণ কর্মসূচি, এইচইএম গ্র্যান্ড সেক্টর, টিএমএসএস।
পদসংখ্যা
১০০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে এইচএসসি/ সমমান পাস হতে হবে। ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছর। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে বয়স ১৮-৪০ বছর। সকল পদের ক্ষেত্রে সরকার অনুমোদিত ৩/৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফাইন্যান্স কোর্সসম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল
কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ।
বেতন
সর্বসাকুল্যে ২৬,৭৩০/- টাকা (ক্রেডিট অ্যালাউন্স ) তবে শিক্ষানবিশকালে ১৮,৬৩০/- টাকা প্রাপ্ত হবেন। শিক্ষানবিশ কাল ০৬ মাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বর্ধিত বেতনসহ সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম অ্যান্ড আ্যডমিন ) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন ০৫/০১/২০২৩ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে। বর্ণিত ঠিকানায় আবেদন সরাসরি, ডাক/কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে।
টিএমএসএস ডোমেইন অফিস, ওয়াইএমসিএ স্কুলের পার্শ্বে, ২৮-সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
টিএমএসএস চট্টগ্রাম ডোমেইন অফিস, ৫৪৯ ডি টি রোড, আব্দুল আলীর হাট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।
টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা।
টিএমএসএস ময়মনসিংহ ডোমেইন অফিস, দি অ্যাড্রেস , ৪/ঙ, একাডেমি রোড, রেলক্রসিং, পূর্ব গোহাইলকান্দি, ময়মনসিংহ।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণ সময় থেকে সংস্থার বিধি অনুসারে ০৩টি উৎসব ভাতা, সিটি করপোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, চাকুরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা ও জ্বালানী বিল, জীবন বীমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে এছাড়াও ক্রেডিট এ্যালাউন্স, লোড এ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স , হাই পারফরমেন্স বোনাসসহ স্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তা/কর্মী আবেদন করতে পারবেন না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
টিএমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোন মাধ্যম (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হ'ল।
নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা মানি রশিদ/পে-অর্ডার(অফেরৎযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ :
সংস্থার যেকোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে ১০/- টাকা সার্ভিস চার্জ দিয়ে মানি রশিদ সংগ্রহ করতে হবে। অথবা যেকোনো তফসীলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র "টিএমএসএস" শিরোনামে পে-অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শেষ তারিখ
৫জানুয়ারি , ২০২৩।
সূত্র : বিডিজবস।