কিশোরগঞ্জে বন্ধ পরিবহণ, বিপাকে যাত্রীরা
কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী সব ধরনের পরিবহণ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহণ বন্ধ করা হয়েছে বলে দাবি তাদের। যদিও মালিক সমিতি বলছে অন্যকথা। এদিকে, সড়কের বাঁকে বাঁকে চলছে পুলিশের তল্লাশি।
জানা গেছে, ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকেই বাস চলাচল কম ছিল। আতঙ্কের কারণে বাস চলাচল কম ছিল। আর আজ শনিবার সকাল থেকে জেলা শহরের আন্তজেলা বাস টার্মিনাল থেকে বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকতে দেখা যায়।
এ ছাড়া কিশোরগঞ্জ-ঢাকা সড়কে বন্ধ থাকতে দেখা যায় যাত্রীবাহী মাইক্রোবাস।
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য হাবিবুর রহমান ও আব্দুস সামাদ সবুজ জানান, সমিতির নিজস্ব কোনো সিদ্ধান্তের কারণে নয়, আজ ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।