বিভিন্ন পদে অনভিজ্ঞদের নিয়োগ দেবে ব্র্যাক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ট্রেইনি জেলা ব্যবস্থাপক, কর্মসূচি সংগঠক ও মাঠ সংগঠক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
ট্রেইনি জেলা ব্যবস্থাপক
ট্রেইনি জেলা ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন স্নাতকোত্তর পাস প্রার্থীরা। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ ২.০০ থাকতে হবে। আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। পদটিতে অন্যান্য সুবিধাসহ বেতন দেওয়া হবে ২৪ হাজার ২৮৬ টাকা।
কর্মসূচি সংগঠক
কর্মসূচি সংগঠক পদে আবেদন করতে লাগবে স্নাতকোত্তর পাসের সনদ। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ ২.০০ থাকতে হবে। আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। পদটিতে অন্যান্য সুবিধাসহ বেতন দেওয়া হবে ১৮ হাজার ৫৭২ টাকা।
মাঠ সংগঠক
মাঠ সংগঠক পদে আবেদন করতে পারবেন স্নাতক পাস প্রার্থীরা। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ ২.০০ থাকতে হবে। আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। পদটিতে অন্যান্য সুবিধাসহ বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ২৭ ফেব্রুয়ারি-২০১৬ তারিখের মধ্যে।
বিস্তারিত জানতে প্রথম আলো পত্রিকায় ১৯ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :