রাবিতে গবেষণা পুকুরের মাছ চুরি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদের গবেষণা পুকুরের ১৮টি খাঁচা থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে এই চুরির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই পুকুরে মাছ গবেষণার দায়িত্বে থাকা ফিশারিজ বিভাগের অধ্যাপক মাহাবুবুর রহমান।
অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, ‘গতকাল বিকেলে আমার শিক্ষার্থীরা খাবার দিয়ে এসেছিল। আবার আজ সকাল ৯টায় তারা খাবার দিতে গিয়ে দেখে ১৮টা খাঁচার সব মাছ চুরি হয়ে গেছে। পরে তারা বিষয়টি আমাকে জানালে আমি পুকুর পরিদর্শনে যাই। সেখানে রুই, কাতলা ও তেলাপিয়া মাছ ছিল। রুই ও কাতলা মাছের বৃদ্ধির ওপর এবং তেলাপিয়া মাছের ফ্যাটি অ্যাসিড কম্পোজিশন প্রভাবের ওপর আমাদের গবেষণা কাজ চলছিল।’
এ গবেষক আরও বলেন, ‘রুই, কাতলা মাছের বৃদ্ধির জন্য চাষিরা বাজারের বিভিন্ন গ্রোথ প্রমোটার ব্যবহার করে। আমরা সেসব গ্রোথ প্রমোটারের ওপর গবেষণা করে আসছিলাম। আর কিছুদিন পরই গবেষণা কাজ শেষ হতো। তেলাপিয়া মাছের ফ্যাটি অ্যাসিড কম্পোজিশন ঠিক মতো না হলে মানবদেহে নানা রোগের ঝুঁকি থাকে। তাই তেলাপিয়া মাছের ওপরও গবেষণা কাজ চলছিল। কিন্তু আর গবেষণা শেষ করতে পারলাম না। এর আগেও এ রকম ঘটনা ঘটেছে। এমন ঘটনা যেন না আর ঘটে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।’
পুকুরের নিরাপত্তার বিষয়ে অধ্যাপক মাহাবুবুর রহমান জানান, আগে একজন নিরাপত্তা প্রহরী ছিল। তিনি সবার সঙ্গে অসদাচরণ করায় তাঁকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। আমি তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। সেখানে কোনো সিসি ক্যামেরা ও গার্ড আছে কি না, তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।’