ষড়যন্ত্র থেমে নেই : স্থানীয় সরকার মন্ত্রী
দেশে ষড়যন্ত্র এখনও থেমে নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া দেশের প্রতিটি সেক্টরেই লেগেছে। তবে, ষড়যন্ত্র এখনও থেমে নেই। দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।’ তিনি বলেন, ’আমরা অর্থনৈতিকভাবে সক্ষম অবস্থায় পৌঁছাতে পেরেছি বলেই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কাজ করতে পারি।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দক্ষিণাঞ্চলকে রেলপথের মাধ্যমে ঢাকার সঙ্গে যুক্ত করেছেন। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, পদ্মা সেতুর মতো প্রকল্পগুলো দেশের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আনবে। যোগাযোগ ব্যবস্থার যখন উন্নতি হয় এর সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক উন্নতি সাধিত হয়।’