ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। আজ শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে তার জুনিয়র ব্যারিস্টার হাসান এম এস আজিম গণমাধ্যমকে জানান, ব্যারিস্টার মইনুল হোসেন গেলো কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মইনুল হোসেন। ২০০৮ সালের ৮ জানুয়ারি তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করেন। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগে তিনি ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাদক ছিলেন।
প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া তার বাবা। ১৯৩৯ সালে জন্ম নেওয়া মইনুল হোসেন ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপরে মিডল টেম্পল এ আইন বিষয়ক পড়াশোনা করেছেন। ১৯৬৫ সালে বার থেকে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে পিরোজপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার প্রচলন করলে তিনি তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তিনি খন্দকার মোশতাক আহমেদ পরিচালিত দল ডেমোক্র্যাটিক লীগে যোগ দেন এবং ৩ নভেম্বর মোশতাক সরকারের পতন পর্যন্ত তিনি ডেমোক্র্যাটিক লীগেই ছিলেন। তিনি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি হিসেবে ২০০০-২০০১ মেয়াদে নির্বাচিত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর বারিধারা জামে মসজিদে তার প্রথম জানাজা হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
প্রধান বিচারপতির শোক
এদিকে মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার সন্ধ্যায় এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এলডিপির শোক
অপরদিকে গভীর শোক প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
আজ শনিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি ব্যারিস্টার মইনুল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন।