রাজধানীর বাড্ডার আগুন নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বাড্ডার সাঁতারকুল ইয়াসিন নগরে গ্যারেজে লাগা আগুন। আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, আধা ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে দুপুরের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এ ঘটনায় গ্যারেজটি পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।