সেলস-মার্কেটিংয়ে আকর্ষণীয় পাঁচ চাকরি
নিত্য নতুন চ্যালেঞ্জের কারণে সেলস-মার্কেটিংয়ের চাকরিগুলো সব সময়ই চাকরিপ্রার্থীদের পছন্দের তালিকায় থাকে। আর সৃজনশীলতা ও অভিজ্ঞতার মাধ্যমে যদি এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করা যায়, তাহলে সেলসে সফল ক্যারিয়ার গড়া তুলনামূলক সহজই। প্রায় সব সময়ই বিভিন্ন প্রতিষ্ঠানে সেলস ও মার্কেটিংয়ে চাকরির বিজ্ঞপ্তি থাকে। দেখে নিন তার মধ্য থেকে বাছাই করা পাঁচটি চাকরি।
মার্কেটিং অফিসার (সনি)
ফটোগ্রাফির অভিজ্ঞতাসহ এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। এ ছাড়া আবেদনকারীদের ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন ১০ মে-২০১৬ তারিখ পর্যন্ত। আবেদনের জন্য জীবনবৃত্তান্ত পাঠাতে হবে profession@rangs.com.bd ইমেইল ঠিকানায়।
ব্র্যান্ড অফিসার (যমুনা গ্রুপ)
এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে জীবনবৃত্তান্ত পাঠানো যাবে career@jamunagroup-bd.com ইমেইল ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১০ মে-২০১৬।
ব্র্যান্ড ম্যানেজার (যমুনা গ্রুপ)
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। পাশাপাশি আবেদনকারীদের ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে জীবনবৃত্তান্ত পাঠানো যাবে career@jamunagroup-bd.com ইমেইল ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১০ মে, ২০১৬।
জেনারেল ম্যানেজার (যমুনা গ্রুপ)
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস এবং ন্যূনতম ১০ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে ১০ মে তারিখ পর্যন্ত আবেদন করা যাবে career@jamunagroup-bd.com ইমেইল ঠিকানায়।
মার্কেটিং ও সেলস এক্সিকিউটিভ (রানার মোটরস লিমিটেড)
পদটিতে নিয়োগ পাবেন ১৫ জন। মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট থেকে বিবিএ, এমবিএ বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। ২৩ থেকে ২৯ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন recruitment@runnerbd.com ইমেইল ঠিকানার মাধ্যমে। আবেদন করা যাবে ৬ মে, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম