থানা থেকে যুবদলনেতাকে ছিনিয়ে নেওয়ায় এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধীদের ব্লকেড
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদলনেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় তারা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ কারণে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে বাধা দেওয়া হচ্ছে না।
আন্দলোনকারীদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করছেন পুলিশ সদস্যরা। তবে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে।
শ্রীনগরে গ্রেপ্তারের পর ফৌজদারি মামলার এজহারভুক্ত আসামি যুবদলনেতা তরিকুল ইসলামকে থানা থেকে গতকাল শুক্রবার রাতে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, মারামারির ঘটনার মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় শ্রীনগর থানা পুলিশ। রাতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) শামসুল আলম সরকার বলেন, ‘ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’