প্রথমবার বাংলাদেশে এলেন পবিত্র কাবার সাবেক ইমাম হাসান বুখারি
প্রথমবার বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান আল বুখারি। ফেনীতে একটি মাদ্রাসায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে শুক্রবার জুমার নামাজে ইমামতি করেন তিনি। তার পেছনে নামাজে অংশ নেন লক্ষাধিক মুসল্লি।
গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান আল বুখারি হেলিকপ্টারে ফেনীর রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। তার আগমনে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে দেখতে ভিড় করেন হাজারো মানুষ। ১৬ ও ১৭ জানুয়ারি দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে ড. হাসান আল বুখারি ছাড়াও মক্কার হারাম শরীফের প্রধান মুফতিসহ অংশ নেন কয়েকজন আলেম। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল ইরান থেকে আগত ক্বারীর সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত।
আরও পড়ুন : পবিত্র কাবার সাবেক ইমাম হাসান আল বুখারি আসছেন বাংলাদেশে
এরপর জুম্মার নামাজে ইমামতি করেন কাবা শরীফের সাবেক এই ইমাম। তার পেছনে জুমার নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা।
ইসলামী মহাসম্মেলনের আয়োজক জানান, এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন।
জুমার নামাজের খুতবায় শায়েখ ড. হাসান আল বুখারি মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন এবং পবিত্র কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে আবার ঢাকায় ফেরেন তিনি।