ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত যানবাহনের চাপায় প্রাণ গেছে এক পথচারীর। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পদ্মা সেতু উত্তর থানাধীন কাজির পাগলা এলাকায় পদ্মা সেতুগামী লেনে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান, এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।