মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি
কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন শতাধিক কর্মী। আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এতে সড়কে যানজট সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে আন্দোলনরতরা। এ সময় তারা ‘দাবি মোদের একটায়, মালয়েশিয়া যেতে চাই’ স্লোগান দিতে থাকেন। পুলিশ দফায় দফায় তাদের সড়ক ছেড়ে চলে যেতে বললেও তারা শোনেনি। একপর্যায়ে আন্দোলনকারীদের সড়ক ছাড়তে বাধ্য করে পুলিশ।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মালয়েশিয়া যেতে না পারা ব্যক্তিরা জানান, প্রায় ১৮ হাজার কর্মী কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারেনি। তাদের সবাই প্রায় পাঁচ লাখ টাকা করে দিয়েছেন। ধারদেনা, ঋণ করে টাকা জমা দিয়েছেন তারা। কিন্তু বিদেশে না যেতে পেরে এখন কষ্টে জীবনযাপন করছেন।
শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘আমি জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা দিয়েছি। আমার জীবন বিষিয়ে উঠেছে। আমাদের দাবি মেনে নিতে হবে। ড. ইউনূস সরকারের বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি তার সঙ্গে কথা বলে হলেও আমাদের ব্যবস্থা করুক।’
আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বলেন, ‘আমাদের বিষয়টি সরকার যেন গুরুত্ব দিয়ে দেখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’
ঘটনাস্থলে থাকা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘তাদের দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য বলা হয়েছে। আমরা এ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের সঙ্গে বিস্তারিত কথা বলেছি। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’