এসআইসহ চারজনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর বংশাল থানার উপপরিদর্শকসহ (এসআই) চারজনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে কোতোয়ালি থানাধীন রাজার দেউরি এলাকার বাসিন্দা মো. শামিম বাদী হয়ে মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
আসামিরা হলেন-বংশাল থানার এসআই কালাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) নবী হোসেন, কনস্টেবল মকবুল ও বংশাল নর্থ সাউথ রোডের বাসিন্দা মো. মিন্টু মিয়া।
মামলার নথি থেকে জানা যায়, বাদী বংশাল থানাধীন ১৪৩ নর্থ সাউথ রোডের বাসিন্দা শাহনাজ বেগমের দোকান ঘরটি ভাড়া নিয়ে সেখানে নিউ হাজিগঞ্জ ট্রান্সপোর্ট এজেন্সির শাখা খুলে দোকানটি তালাবদ্ধ করে রাখেন।
পরে ২৬ জুলাই আসামি মিন্টু মিয়া বাদীর তালা লাগানো দোকানে আরেকটি তালা লাগান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অপর আসামি এসআই কালাম, এএসআই নবী হোসেন ও কনস্টেবল মকবুল বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
একপর্যায়ে আসামিরা বাদীকে পুলিশের গাড়িতে তুলে মারধর করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান। পরে দুই হাজার টাকা নিয়ে মুচলেকা দিয়ে বাদীকে ছেড়ে দেন।