নাটোরে সাবেক ইউপি সদস্য-সহোদরকে কুপিয়ে হত্যা
নাটোরের সিংড়া উপজেলায় দুর্বৃত্তদের কোপে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তাঁর ভাই নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাবেক ইউপি সদস্যের নাম মোজাফ্ফর আলী। তাঁর ভাইয়ের নাম হাসেন আলী। কোপে আহত হয়েছেন তাঁদের অপর ভাই মহসীন আলী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, গতকাল দিবাগত রাতে সিংড়ার বড়গ্রাম এলাকার সাবেক ইউপি সদস্য মোজাফ্ফর আলীর বাড়িতে হানা দেয় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত। তাঁরা মোজাফ্ফরকে বাড়ি থেকে বের করে পাশের বাড়ির কাছে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় মোজাফ্ফরের দুই ভাই হাসেন ও মহসীন বাধা দেন। দুর্বৃত্তরা তাঁদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
ওসি আরো জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় রাতে আহত দুজনকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। আজ শুক্রবার সকালে গুরুতর আহত হাসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।