আশুগঞ্জে ভারতীয় পণ্যের জাহাজ, যাবে ত্রিপুরা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে ভারতীয় পণ্য নিয়ে একটি জাহাজ পৌঁছেছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ‘এমভি মাস্টার সুমন’ নামের জাহাজটি ৯৮০ টন পণ্য নিয়ে বন্দরে আসে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন আশুগঞ্জ নৌবন্দরের বার্থিং মাস্টার মো. মাইন উদ্দিন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, আগামীকাল শনিবার সকাল থেকে জাহাজের পণ্য খালাস করে ট্রাক ও কাভার্ডভ্যানে লোড করা হবে। এরপর এসব পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সড়কপথে ভারতের পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার’খ্যাত ত্রিপুরা, আসামসহ বিভিন্ন রাজ্যে পাঠানো হবে।
চাল পরিবহনে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় ঠিকাদার মো. জিয়া উদ্দিন খন্দকার জানান, গত ৪ সেপ্টেম্বর ভারতের কলকাতা থেকে ট্রানজিটের আওতায় ৯৮০ টন পণ্য নিয়ে রওনা হয় জাহাজটি। সেটি আজ দুপুরে আশুগঞ্জে পৌঁছায়।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার কামরুল ইসলাম (ভ্যাট ও কাস্টমস) এনটিভি অনলাইন বলেন, এটি বাংলাদেশ-ভারত আনুষ্ঠানিক ট্রানজিটের আওতায় হওয়ায় সব ধরনের শুল্ক আদায় করা হবে। এ ছাড়া অভ্যন্তরীণ জাহাজের জন্য নির্ধারিত সব ধরনের চার্জ ও ফি ট্রানজিট পণ্য থেকে আদায় করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এর আগে গত ২৪ আগস্ট ভারতীয় দুই হাজার ২৭২ টন চাল ট্রানজিটের আওতায় ত্রিপুরাসহ সাত রাজ্যে পরিবহন করা হয়।