ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল
কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১০ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) এম এ ফারুক মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।
আসামিরা হলেন জেএমবি সদস্য খাইরুল ইসলাম (২২), মো. শফিউল আলম (১৯), মুহা. নজরুল ইসলাম (২৬), মো. জাহাঙ্গীর (২৫), সাদ্দাম হোসেন ( ২০), মো. রিয়াজুল ইসলাম (৩০), মো. গোলাম রব্বানী (২২), মো. হাসান ফিরোজ (২২), মো. আবু নাসির (২০) ও মো. মাহাবুব হাসান মিলন (২৮)।
মামলার ১০ আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন মো. মাহাবুব হাসান মিলন, মো. আবু নাসির, মো. হাসান ফিরোজ ও মো. গোলাম রব্বানী।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে খাইরুল ইসলাম ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর সেনাবাহিনীর অভিযানে নিহত হন। আসামি শফিউল আলম কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের দিন হামলা চালাতে গিয়ে আটক হন। পরে র্যাবের হেফাজতে থাকাবস্থায় ময়মনসিংহের নান্দাইলে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। অপর আসামি মুহা. নজরুল ইসলাম রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। বাকি তিন আসামি এখনো পলাতক।
গত ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়ালপাড়া এলাকায় সকালে নিজ বাড়ির সামনে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।