এসকেএফ ফার্মাতে চাকরির সুযোগ
এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘এক্সিকিউটিভ-এমআইএস’ পদে এ নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস বা সমমানের ডিগ্রিধারীরা পদটির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডেটা ওয়ারহাউস, বিজনেস অ্যানালাইসিস, সিস্টেম অ্যানালাইসিস, ডিবিএ ও সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ভিবি ডট নেট/সি# (VB.NET/C#), এমএস এসকিউএল সার্ভার, ক্রিস্টাল রিপোর্টস, এসএসআরএস, এসএসআইএস, অ্যানড্রয়েড এক্সেল, ইআরপি এবং ওওপি বিষয়ে পারদর্শী হতে হবে। এ ছাড়া আইটি এনাবেলড সার্ভিস, ফার্মাসিউটিক্যাল ব্যবসা ও সফটওয়্যার কোম্পানিতে কাজ করা অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদন প্রক্রিয়া
সদ্য তোলা পাসপোর্ট আকৃতির ছবিসহ আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ইমেইলে পাঠানোর আহ্বান জানিয়েছে এসকেএফ। ইমেইল ঠিকানা : ‘career@skf.transcombd.com’। ইমেইলের বিষয় লিখতে হবে ‘এক্সিকিউটিভ-এমআইএস’। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০১৬।
বিস্তারিত জানতে চাকরি ডটকমে প্রচারিত বিজ্ঞাপন দেখে নিন: