কুড়িগ্রামে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৯তম বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বাসদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহেদুল হক মিলু, সদস্য সচিব ফুলবর রহমান, সদস্য মোনাব্বার হোসেন মিন্টু।
সমাবেশে খালেকুজ্জামান বলেন, ১৯৮০ সালে বাসদ প্রতিষ্ঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা ছিল এদেশে শ্রমিক-রাজ, কৃষক-রাজ কায়েম করা। কিন্তু স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও আজও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। মানুষের জানমালের নিরাপত্তা নেই। কৃষক তার ফসলের দাম পায় না। নারী-শিশু নির্যাতন, ধর্ষণ বেড়েই চলেছে। সাধারণ মানুষের সন্তানরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এ অবস্থার কবল থেকে জাতিকে মুক্ত করতে প্রয়োজন শোষণমুক্ত সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা।