যৌতুকের জন্য বিয়ের ৪ মাসের মধ্যে পিটিয়ে হত্যা?
যৌতুকের দাবিতে বিয়ের চার মাসের মাথায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শারমিন খাতুন (২২) উপজেলার চর হামকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী বলে জানিয়েছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান।
স্থানীয়রা জানান, চার মাস আগে চর হামকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে নাটোরের গুরুদাসপুর উপজেলার রানীগ্রামের সাইদুর রহমানের মেয়ে শারমিন খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে জহুরুল যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করত।
‘এর জের ধরে গতকাল রোববার রাতে শারমিনকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে জহুরুল পালিয়ে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা। আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’
তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান জানান, ‘নিহত গৃহবধূর শরীরের ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে পিটিয়ে হত্যা করে মৃতদেহটি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা।’
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।