কুড়িগ্রামে শিল্পপতির প্রতিষ্ঠানে বোমা মারার হুমকি
কুড়িগ্রামের শিল্পপতি পনির উদ্দিন আহমেদের ব্যবসাপ্রতিষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
গত রোববার সাবেক উপজেলা চেয়ারম্যান পনিরকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত সোমবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
মোবাইল ফোনের বার্তায় হয়, ‘পনির, তোর কোম্পানিতে বোমা রয়েছে, দুই ঘণ্টার মধ্যে বোমা ফাটবে, তাড়াতাড়ি মাল ফেলা।’ ০১৭২৩৮২৬৬১৬ নম্বর থেকে বার্তাটি আসে।
এ ব্যাপারে পনির উদ্দিন আহমেদ বলেন, ‘আমি আশঙ্কা করছি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে এই হুমকি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আস্থা আছে। অচিরেই হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুস সোবহান বলেন, হুমকিদাতা যেই হোক তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।