বায়তুল মোকাররমে জুমার নামাজে ইমামতি করবেন মসজিদে নববির ইমাম
বাংলাদেশ সফররত পবিত্র মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করবেন।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে নববির ইমাম এ সময় বিশ্ব মুসলিমের শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন।
এ সময় পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুন নববির ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুজাইমসহ সফররত সৌদি প্রতিনিধি দলের অন্যান্য সদস্য তাঁর সঙ্গে থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে তাঁরা বাংলাদেশ সফর করছেন।