কুড়িগ্রামে তরুণীর লাশ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। ওই তরুণীর নাম ও পরিচয় জানা যায়নি।
আজ সোমবার সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমনপুরের একটি পাটক্ষেত থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। লাশটির অর্ধেক অংশ মাটিতে পোঁতা ছিল।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, লাশের সুরতহাল রিপোর্টে মনে হয়েছে এই, তরুণীর লাশ দুই থেকে তিনদিন আগে পাটক্ষেতে পুঁতে রাখা হয়েছে। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি।’