সাবেক এমপি মো. শাহনেওয়াজ আর নেই
জামালপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মুহাম্মদ শাহনেওয়াজ আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
সাবেক এই এমপির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শাহনেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মঙ্গলবার বাদ জোহর জামালপুর হাইস্কুল মাঠে মরহুমের জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন করা হবে।
মুহাম্মদ শাহনেওয়াজ ১৯৬৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জামালপুর মহকুমার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে ময়মনসিংহ অঞ্চলের সম্পাদক মন্ডলীর সদস্য হন।
কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে ১৯৮৬ সালে আট দলীয় জোটের প্রার্থী হিসেবে জামালপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন শাহনেওয়াজ। তিনি জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
মুহাম্মদ শাহনেওয়াজের মৃত্যুতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।